
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও পৌঁছেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা ৫০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
জিলা স্কুল বড়মাঠের জনসভায় সভাপতিত্ব করবেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি।
১৭ বছর ছয় মাস পর ফল-ফসলের দেশ- ‘ঠাকুরগাঁও’-এ প্রধানমন্ত্রী আসায় প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছেন ঠাকুরগাঁওবাসী। সরাসরি ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস, পড়ে থাকা বিমানবন্দর ও রেশম কারখানা চালু এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনসহ বেকারত্ব দূরীকরণে উদ্যোগ গ্রহণের দাবি জেলাবাসীর।
জনসমাবেশে ভাষণ শেষে প্রধানমন্ত্রী বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে এসেছিলেন দলীয় সভানেত্রী হিসেবে।