You are here
Home > বিনোদন > ‘টয়লেটে’র সাফল্যে নাচলেন অক্ষয়-রণবীর’

‘টয়লেটে’র সাফল্যে নাচলেন অক্ষয়-রণবীর’

অনলাইন ডেস্ক

অক্ষয় কুমার ‘টয়লেট : এক প্রেমকথা’ ছবি দিয়ে আরেকবার সবার মন ছুঁয়ে দিয়েছেন। যেখানে সালমান খান ও শাহরুখ খানের ছবি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ, সেখানে অক্ষয় কুমার ও ভূমি পেদনেকার অভিনীত ছবিটি দেখতে দর্শক সিনেমা হলে ভিড় করছে।

ডিএনএ ইন্ডিয়া জানায়, প্রথম সপ্তাহ শেষ না হতেই ভারতেই ছবিটি আয় করেছে ৫১ কোটি ৪৫ লাখ রুপি।

‘টয়লেট : এক প্রেমকথা’র সাফল্যে অক্ষয় কুমার ও রণবীর সিং একটি ভিডিওতে নব্বই দশকের ‘ইয়ে ওয়াক্ত হামারা হ্যায়’ গানে নেচেছেন। বলিউড তারকা রণবীর সিং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। ‘বাজিরাও মাস্তানি’র এই তারকা বলেন, ‘চাপমুক্ত হও, টয়লেট দেখো, হালকা হও’। ভিডিওটিতে দেখা যায়, অক্ষয় কুমার টয়লেট থেকে বের হয়ে বলেন, টয়লেটের উদ্বোধন হয়ে গেছে। এ সময় তাঁদের নাচতে দেখা যায়।

গত শুক্রবার মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথম দিনে ১৩ কোটি রুপি, শনিবার ১৭ কোটি, রোববার ২১ কোটি রুপি ব্যবসা করেছে বলে জানিয়েছে এনডিটিভি। ১৮ কোটি রুপি বাজেটের ছবিটির প্রচারণা ভালো হওয়ায় এ সপ্তাহের শেষে আরো ভালো অবস্থান করে নিতে পারে।

‘টয়লেট : এক প্রেমকথা’ ছবিটি পরিচালনা করেছেন নারায়ণ সিং। ছবিটি মূলত ভারতীয়দের শৌচাগার ব্যবহার নিয়ে নির্মিত।

Leave a Reply

Top