ট্রাম্পের সমালোচনায় ‘হ্যারি পটার’ স্রষ্টা রাওলিং আন্তর্জাতিক প্রচ্ছদ জুন ৭, ২০১৭0 আন্তর্জাতিক ডেস্কঃ কাতারকে একঘরে করার মধ্য দিয়েই সন্ত্রাসবাদকে নির্মূল করার কাজটা শুরু হয়ে গেল বলে মন্তব্য করে কাতারকে একঘরে করার কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে এর কৃতিত্ব দাবি করে লিখেছেন, সৌদি আরবসহ প্রায় ৫০টি দেশ যে সন্ত্রাসবাদের বিপক্ষে কড়া পদক্ষেপ নিচ্ছে এটা দেখেই ভাল লাগছে। কাজেই আশা করাই যায় কাতারের বিরুদ্ধে এই পদক্ষেপ বিশ্ব থেকে সন্ত্রাসবাদ দমন প্রক্রিয়ার সূচনা। ’ যদিও ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে টুইটারে পাল্টা পোস্ট করেছেন অনেকে। তাদের দাবি, কাতার এবং আরবের দেশগুলির মধ্যে বিবাদের মীমাংসা করতেই সৌদি গিয়েছিলেন ট্রাম্প। যদিও ট্রাম্প সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এদিকে ট্রাম্পের লন্ডন সফরের বিরোধিতায় আরও একধাপ সুর চড়িয়েছেন হ্যারি পটার স্রষ্টা জেকে রাউলিং। মঙ্গলবার টুইটে তিনি লিখেছেন, ট্রাম্প লন্ডনে সফর এড়ালেই ভাল হয়। কিন্তু কোনও ভাবে যদি এই সফর তিনি করেন তাহলে কী হতে পারে তার বর্ণনা দিয়েছেন রাওলিং। লন্ডনে শনিবার জঙ্গি হামলার প্রেক্ষিতে করা ট্রাম্পের টুইট উল্লেখ করে তিনি নিজের টুইটে লিখেছেন, ট্রাম্পের লন্ডন সফরের সময় লন্ডন নিয়ে তার করা টুইটটি প্ল্যাকার্ড করে সর্বত্র প্রতিবাদ করতে হবে। আমি চাই না তিনি আসুন, যদি তিনি আসেনও তাহলে তাঁর অকথ্য ভাষায় লেখা টুইটগুলি পোস্টার করে সর্বত্র ছড়িয়ে দিতে হবে লন্ডনের রাস্তায়। যাতে লন্ডনের যেখানেই তিনি যান সেগুলি তাঁর নজরে পড়ে। লন্ডন হামলার পরে মেয়র সাদিক খানকে কটাক্ষ করে টুইট করেছিলেন ট্রাম্প। তারপরেই বিভিন্ন মহল থেকে সমালোচিত হন তিনি। তখনই রাওলিং তার সমালোচনা করে বলেছিলেন,‘মাত্রারিক্ত বাচাল ব্যক্তি। যিনি আগ বাড়িয়ে মন্তব্য করেন। আর সব কিছুর কৃতিত্ব নিতে চান। ’কাতারের ক্ষেত্রে রাউলিংয়ের দাবিই যেন কতকটা সত্যি হল। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com