You are here
Home > সারা বাংলা > সড়ক দূর্ঘটনা > ট্রাক্টরের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩জন নিহত আহত ৫জন

ট্রাক্টরের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩জন নিহত আহত ৫জন


এস,এম ইসাহক আলী রাজু নাটোর জেলা প্রতিনিধিঃ-

নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় ইট বোঝাই ট্রাক্টরের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্র্ষে অটোভ্যানের যাত্রি স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হয়।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ট্রাকটর ও অটো ভ্যানের সংঘর্ষ হলে ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার ভুবনপাড়া গ্রামের শরিফুল ইসলাম(৩৬) ও তার স্ত্রী রেশমা বেগম (২৫) এবং অপর এক ইলেকট্রিক ব্যবসায়ী (অজ্ঞাত)। আহত সাইফুল (৩৫), অনিক (২৫) ও চঞ্চল (১৮) কে নাটোর সদর হাসপাাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আরো ২জনের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ডালসড়ক এলাকায় সিংড়াগামী যাত্রী বোঝাই একটি অটোভ্যানের সাথে বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টার ও অটোভ্যানটি ব্রীজের রেলিং ভেঙ্গে নীচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Top