You are here
Home > বিনোদন > টিন এজারদের কাছে যে সাতটি সিনেমা সবচেয়ে হিট

টিন এজারদের কাছে যে সাতটি সিনেমা সবচেয়ে হিট

বিনোদন ডেস্কঃ সদ্য যৌবনের উদ্দামতা কল্পনাপূরণের নানা উপায় বেছে নেয়৷ তার মধ্যে সব থেকে কাছের বোধহয় সিনেমা৷ সব সময় যে নীলছবির দরজা খোলে তো নয়৷ সাধারণ কিংবা অ্যাডাল্ট সিনেমা থেকেও টিন এজের ছেলেমেয়েরা ঠিক বেছে নেয় তার পছন্দ ও অপছন্দ৷ তখন বলিউডের দোরগোড়ায় এসে ঠেকে কল্পনার পানসি। লাভ, শরীর, ধোঁকা হোক কিংবা বেপরোয়া জীবনযাত্রা বা অ্যাডভেঞ্চার, বাস্তবে যা চেয়েও তৎক্ষণাৎ পাওয়ার উপায় নেই, সেই না-পাওয়া পূরণ করে দেয় সিনেমা৷ আর তাই কিছু সিনেমা বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের কাছে চিরকালই ‘হট’ ফেভারিট হয়ে থেকে যায়৷ ইন্টারনেট বিপ্লবের যুগে আজকের ছেলেমেয়েরা সব রকম ছবি দেখতেই অভ্যস্ত৷ জেনে নিন সেই রকমই সাতটি ছবির কথা, যা অধিকাংশ টিন এজারেরই ‘হট’ ফেভারিট-

১. দেব ডিঃ দেবদাস এর আধুনিক অনুকরণে ‘দেব ডি’ বরাবরই টিন এজের হিট ছবি৷ চিরকালীন দেবদাসীয় অনুভূতির এই স্মার্ট ভার্সন আসলে এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে অনেকটাই যেন আয়নায় মুখ দেখার মতোই৷

২. লাভ সেক্স অর ধোঁকাঃ প্রেম আর শারীরিক সম্পর্কের টানটান উত্তেজনায় এই ছবি বার বারই সদ্য যৌবনের সেরা চাহিদা৷ উত্তেজক দৃশ্যের কারণে হোক আর বিষয়ের জন্যই হোক, দেখা গেছে, টিন এজারদের হার্ড ডিস্কের এক কোণে এ ছবি থাকেই৷

৩. রাগিণী এমএমএসঃ কিছুটা সত্য ঘটনার আদলে তৈরি এই ছবি অল্পবয়সী ছেলে-মেয়েদের ভুল পদক্ষেপই ব্যাখ্যা করে৷ যদিও রাগিণী এমএমএস-২-ও সমানভাবে টিনএজারদের মধ্যে জনপ্রিয়।  কারণ যেভাবে সানিকে দেখা গিয়েছে তা রীতিমত সবার মনে ঝড় তুলে দেয়।

৪. মায়া মেমসাহেবঃ বিবাহবহির্ভুত প্রেম এবং সাসপেন্স থ্রিলারের আড়ম্বরে মায়া মেমসাহেব এনে দেয় এক নতুন চমক৷ সেইসঙ্গে শারীরিক আকর্ষণের রসদ তো আছেই৷

৫. মাস্তিঃ বিয়ে আর বিবাহ বহির্ভূত প্রেম নিয়ে হাসির লড়াইয়ের এই ছবি যথেষ্টই টান টান উত্তেজনায় ভরপুর৷ শুধু বিন্দাস সময় কাটাতে এ ছবি তাই ফেভারিট লিস্টে৷

৬. পেয়ার কা পঞ্চনামাঃ প্রেমকে হাসির খোরাক বানিয়ে এই ছবি এনে দেয় নিখাদ হাসির আমেজ৷ আবার একটা বার্তাও আছে৷ বিশেষত পুরুষদের এ ছবি বিশেষ পছন্দের৷ ইতোমধ্যে সিকোয়েল বেরিয়েছে৷ তবে প্রেমের পরিণতি নিয়ে প্রথম পর্বের একটি সংলাপ প্রায় কাল্ট হয়ে গেছে৷

৭. কামসূত্র থ্রিডিঃ এই ছবি টিন এজারদের আর এক হট ফেভারিট৷ কেন? তা বলাই বাহুল্য৷

Leave a Reply

Top