You are here
Home > প্রচ্ছদ > টাঙ্গাইলে সাড়ে তিনশ ঘরবাড়ি বিলীন

টাঙ্গাইলে সাড়ে তিনশ ঘরবাড়ি বিলীন

স্টাফ রিপোর্টারঃ যমুনা নদীর ভাঙনে টাঙ্গাইলে ঘরবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছে সাড়ে তিনশ পরিবার। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের সহ্রসাধিক পরিবারের। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়ার অভিযোগ এলাকাবাসীর।

ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ডিগ্রিরচর, রাজাপুর, সরইপাড়া, ফলদা পাড়া, ভূঞাপাড়া ও অর্জুনা ইউনিয়নের অর্জুনা গ্রামে যমুনার ব্যাপক ভাঙন চলছে। । গত তিন দিনের ভাঙনে এসব এলাকার তিন শতাধিক পরিবার গৃহহীন ও কয়েকশ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এর মধ্যে গাবসারা ইউনিয়নে ২০০ ও অর্জুনা ইউনিয়নে ১০০টি পরিবার রয়েছে। নিজেদের ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারগুলো। ভাঙন আতঙ্কে দিন কাটছে অনেকের।

স্থানীয়দের আশঙ্কা, ভাঙন রোধে এখনই কার্যকর কোন উদ্যোগ না নিলে বর্ষায় তীব্র আকার ধারণ করবে।
ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড গত বছর ৪ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলেছে। অনিময় ও দুর্নীতির কারণে তা কোন কাজে আসেনি বলে অভিযোগ করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৗশলী (সেন্ট্রাল জোন) ফখরুল ইসলাম বলেন, তীব্র ভাঙনে জিও ব্যাগ কার্যকর নয়। তিনি বলেন,  ভাঙন এলাকা পরিদর্শন করেছি। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Top