ঝিনাইদহে জঙ্গীর সন্ধান বাড়ি ঘিরে রেখেছে র্যাব পুলিশ ! জাতীয় দূরনীতি ও অপরাধ প্রচ্ছদ বিভাগীয় সংবাদ সারা বাংলা এপ্রিল ২১, ২০১৭0 স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে একটি বাড়ি জঙ্গী সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। শুক্রবার বিকাল থেকে বাড়িটি ঘিরে উৎসুক বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। সন্ধ্যায় গ্রামের মোড়ে মোড়ে ঢাকা থেকে যাওয়া সোয়াট, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সাদা পোশাকে অনেককে দেখা গেছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি মহিবুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পোড়াহাটি এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে এমন খবরে বিকেল থেকে বাড়িটি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। মহিবুল আরো জানান, ওই বাড়িতে প্রেসার কুকার বোমা রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে। তবে বাড়িটির ভেতরে কোনো জঙ্গি অবস্থান করছে কি-না সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা। এ খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। জানা গেছে, পোড়াহাটি গ্রামের যে বাড়িটি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে সেটি হলো আব্দুল্লাহ ওরফে রেড়ে নামে এক নওমুসলিমের। তিনি ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের জামায়। ঘটনাস্থলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য ছাড়াও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। তবে তারা নিরাপদ দুরত্বে অবস্থান করছেন। এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েগেছে। গ্রামের কেউ রাস্তায় বের হচ্ছেন না। সাংবাদিকরা রাস্তায় ভিজে ভিজে অবস্থান করছেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com