You are here
Home > সারা বাংলা > জেলার খবর > ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

ইমাম বিমান, ঝালকাঠি :


ঝালকাঠি জেলার নলছিটিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন। বুধবার ( ২ অক্টোবর) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সুজন সুশাসনের জন্য নাগরিক ও পিস প্রেসার গ্রুপ নলছিটি উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিপিজি নলছিটির কো-অডিনেটর ও প্রবীন সাংবাদিক মোঃ খলিলুর রহমান মৃধা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিপিজি এ্যাম্বাসডর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও পিপিজি এ্যাম্বাসডর মোঃ আনিসুর রহমান হেলাল, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক সভাপতি তাহমিনা বেগম, সাংবাদিক মোঃ খালেদ হোসেন তালুকদার, সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম পলাশ প্রমুখ। 


এ সময় বক্তারা তাদের বক্তব্যে আগামী প্রজন্মের কাছে সংঘাত নয়, একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ উপহার দিতে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে আহবান জানান। সংঘাত নয়, আমরা ঐক্যে বিশ্বাসী, আমরা সৌহাদ্য সম্প্রীতির নলছিটি গড়তে চাই।  উক্ত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংঘঠন, শিক্ষক, শ্রমিক, স্কুল-কলেজের পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ সকল শ্রেনী পেশার নারী-পুরুষ অংশ নেন।

Leave a Reply

Top