
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ধর্ষণ চেষ্টায় ব্যার্থ হয়ে মা-মেয়েকে পিটিয়ে জখম করেছে একই এলাকার প্রতারক রুবেল। ঝালকাঠি সদর উপজেলার বাষন্ডা ইউনিয়নের বাদলকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী আহত মা-মেয়েকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর শরীরের ভিবিন্ন অংশে বেধম মারধর করার চিহ্ন পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, বাদলকাঠি গ্রামের চান মিয়া হাওলাদারের মেয়ে মেরি আক্তার (১৬), স্ত্রী নাছিমা বেগম (৩৫) কে পিটিয়ে গুরুতর ফুলা-জখম করেছে একই এলাকার মন্নান হাওলাদারের ছেলে প্রতারক রুবেল (২৫)। এ বিষয়ে আহত মেরি আক্তারের মাতা নাছিমা বেগম জানান, গত শনিবার বিকালে আমার বসত ঘরে পুর্ব পরিকল্পিতভাবে আামার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালানোর সময় আমার মেয়ে ডাকচিৎকার দিলে ঘটনাস্থলে দৌড়ে গেলে আমাকে এবং মেয়েকে এলোপাথারিভাবে পিটিয়ে ফুলা-জখম করে ও প্রায়ই মাঝে মাঝে কুপ্রস্তাব ও পথরোধ করে স্লিতাহানি চেষ্টা চালাত বলে জানান। এ ব্যাপারে স্থানীয় চৌকিদার সৈয়দ আলী জানান, এ ধরনের ঘটনা ঘটছে কিনা জানিনা, তবে ইট ও লাঠি দিয়ে মা-মেয়েকে পিটিয়েছে বলে জানান। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।