You are here
Home > প্রচ্ছদ > ঝালকাঠিতে ইয়াবাসহ বিক্রেতা আটক

ঝালকাঠিতে ইয়াবাসহ বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির নলছিটিতে ৩০০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সিরাজুল ইসলাম, বয়স ২২ বছর। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার কুলকাঠি পুরনো ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে পুলিশ জানায়, পোনাবালিয়া থেকে এসে পার্শ্ববর্তী নলছিটির কুলকাঠি ইউনিয়নের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন সিরাজুল। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই এস এম শামীমের নেতৃত্বে এএসআই জসিম, শিপন ও হাবিবসহ পুলিশের একটি দল কুলকাঠির পুরনো ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ৩০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের আনছার আলীর ছেলে।

Leave a Reply

Top