You are here
Home > বিনোদন > ‘জয়া আহসানের সঙ্গে প্রেমপর্বের গভীরতাটা একটু বেশিই’

‘জয়া আহসানের সঙ্গে প্রেমপর্বের গভীরতাটা একটু বেশিই’

বিনোদন ডেস্কঃ জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’এ মেতে আছে কলকাতা। ছবিটি এখনো বক্সঅফিস কাঁপাচ্ছে। গত ১৪ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটির ৫০ দিন পূর্তি উপলক্ষে এবেলাকে সাক্ষাৎকার দিয়েছেন নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও  অভিনেতা আবির চট্টোপাধ্যায়। সেখানে তারা জয়াকে নিয়েই কথা বলেছেন।

কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি গভীরভাবে জয়ার প্রেমে পড়েছিলাম। আমি অবশ্য প্রত্যেক নায়িকারই প্রেমে পড়ি। কিন্তু জয়া আহসানের সঙ্গে প্রেমপর্বের গভীরতাটা একটু বেশিই যেন!’ সেটা যে অত্যুক্তি নয়, স্বীকার করলেন কৌশিক নিজেই। তবে জানিয়ে দিলেন, এই প্রেমের দৌড় ‘প্যাক আপ’ পর্যন্তই।

সহশিল্পী জয়াতে মুগ্ধতার কথা স্বীকার করেছেন আবিরও। তিনি বলেন, জয়ার সঙ্গে ক্লাইম্যাক্স সিকোয়েন্সে প্রেমের দৃশ্য সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ জয়া আমার দেখা অন্যতম সেরা অভিনেত্রী এবং সুন্দরীও।

Leave a Reply

Top