You are here
Home > আন্তর্জাতিক > জেনেভায় সিরীয় বিষয়ক শান্তি আলোচনা ফের শুরু

জেনেভায় সিরীয় বিষয়ক শান্তি আলোচনা ফের শুরু

স্টাফ রিপোর্টারঃ সিরিয়ায় চলা ছয় বছরের যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রচেষ্টার অংশ হিসেবে আজ মঙ্গলবার জেনেভায় ষষ্ঠ দফার শান্তি আলোচনা শুরু হয়েছে। এই যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।

এর আগে জাতিসংঘের উদ্যোগে আরও পাঁচ দফা শান্তি আলোচনা হয়। কিন্তু প্রতিবারই এসব আলোচনা ব্যর্থ হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বর্তমানে শক্ত অবস্থানে রয়েছেন। রাজধানী দামেস্ক থেকে বিদ্রোহীদের উল্লেখযোগ্যভাবে হটাতে তার বাহিনী সফল হয়েছে। খবর এএফপি’র।

আসাদ সম্প্রতি জেনেভার এই শান্তি প্রচেষ্টাকে ‘অকার্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় এই সংকটের কূটনৈতিক প্রচেষ্টাকে অধিক কৃতিত্ব দিয়েছেন।

রাশিয়া, ইরান ও তুরস্কের নেতৃত্বে ওই প্রচেষ্টাটি চালানো হয়। সেখানে বাশারের পক্ষে রাশিয়া ও ইরান এবং বিদ্রোহীদের পক্ষে তুরস্ক অংশ নেয়।

এদিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্টেফেন ডি মিস্তুরা জেনেভার তুলনায় আস্তানাকে অধিকতর কৃতিত্ব দেয়ার আসাদের মন্তব্যকে নাকচ করে দিয়েছেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা উভয়পক্ষকে নিয়েই কাজ করছি। ’

Leave a Reply

Top