You are here
Home > সারা বাংলা > জেলার খবর > জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: রাসেল সরকার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: রাসেল সরকার

গাজীপুর প্রতিনিধি ঃ

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেছেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। বর্তমানে আওয়ামীলীগ সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে। কারণ শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন সম্ভব নয়। তাই বিগত সরকারের চেয়ে আওয়ামীলীগ সরকার শিক্ষায় অনেক গুরুত্ব দিচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেন। গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম পল্লীমা মডেল স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাসেল সরকার বলেন বঙ্গবন্ধুর পরে আর কোন সরকার এসে প্রাথমিক বিদ্যালয়ের প্রতি তেমন কোন নজর দেননি। এরপর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়সমূহে ল্যাপটপ বিতরণ করে প্রমাণ করেছেন ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ আরও একধাপ এগিয়ে যাবে।তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একমাত্র শিক্ষাই আমাদের সব কিছু দিতে পারে। শিক্ষা মানুষের জীবনকে ফুলের বাগানের মত সাজিয়ে দেয়।তাই শিক্ষা ছাড়া গতি নেই। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে মানসম্মত শিক্ষা বিস্তার করা সম্ভব। তাহলে প্রতিষ্ঠান ও লেখাপড়া ভালভাবে চলবে। সে লক্ষ্যে সকল অভিভাবকদেরও সব সময় ছেলে মেয়েদের প্রতি খবর রাখতে হবে। এসময় উক্ত ওয়ার্ডে কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম সহ গাজীপুর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও পল্লীমা স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Top