You are here
Home > সারা বাংলা > জেলার খবর > জমা-জমি সংক্রান্ত বিরোধ”

জমা-জমি সংক্রান্ত বিরোধ”

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায়

সাবেক মেম্বরসহ ৬জন আহত

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের সাবেক মেম্বর আব্দুর হামিদ এর বাড়িতে হামলা ভাংচুর চালিয়ে ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন। ভাংচুরের প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুত্বর আহত করেছে নারী ও পুরুষ সহ ৫জনকে। মঙ্গলবার সকালে ভবনা বড়বাড়ীতে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। মডেল থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। জানা গেছে, উক্ত গ্রামের সাবেক মেম্বর আব্দুর হামিদ তার পৈত্রিক জমির উপর ৭/৮দিন পূর্বে ইট বালু সিমেন্ট দিয়ে একটি ঘর বাঁেধন। এ সময় মঙ্গলবার সকালে আব্দুল কাশেম, আবুল হোসেন, শহীদ ও আতিকুল ইসলাম মাদানী’র নের্তেত্বে ১৫/২০জনের একদল লোক হঠাৎ করে সেই বান্দা ঘর ভেঙ্গে ফেলতে শুরু করে। এসময় আব্দুল হামিদ গ্রæপ বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে সাবেক মহিলা মেম্বর শিল্পি বেগম শিলু, সাজু শেখ, সাকিব শেখ, বিথি খাতুন ও অভি শেখ-কে আহত করে এবং বান্দা ঘরটি সম্পূন্ন ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে অপর পক্ষের আবুল হোসেন নামের একজন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) আরিফ হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এরিপোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।

Top