You are here
Home > বিনোদন > জমকালো আয়োজনে আবরাম খান জয়ের প্রথম জন্মদিন উদযাপিত

জমকালো আয়োজনে আবরাম খান জয়ের প্রথম জন্মদিন উদযাপিত

বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আর শীর্ষ নায়ক শাকিব খান দম্পতির পুত্র আবরাম খান জয়ের প্রথম জন্মদিন  উদযাপিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন মা অপু বিশ্বাস। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছেলের জন্মদিনের কেক কাটেন অপু বিশ্বাস। এসময় বাবা শাকিব খান উপস্থিত ছিলেন না।

তবে দুপুরে রাজধানীর নিকেতনে অপুর বাসা থেকে ছেলে আবরামকে আত্মীয়ের মাধ্যমে গুলশানে নিজের বাসায় নিয়ে আসেন শাকিব খান। এরপর বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। এসময় ছেলেকে জন্মদিনের উপহার হিসেবে সোনার চেইন উপহার দেন শাকিব।

২০০৬ সালে অপু-শাকিব ‘কোটি টাকার কাবিন’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন। প্রথম ছবিতেই বিপুল দর্শকপ্রিয়তা পেয়ে যাওয়ায় এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে জুটি বাঁধেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় পরস্পর প্রেমের বাঁধনে জড়িয়ে যান। ২০০৮ সালের এপ্রিলে গোপনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি নার্সিং হোমে অপুর কোল আলো করে আসে তাদের সন্তান জয়। তবে বিষয়টি গোপন রাখেন তারা। চলতি বছরের ১০ এপ্রিল নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলে লাইভে এসে অপু জানান তার গোপন বিয়ে আর সন্তানের কথা।

Leave a Reply

Top