জনসেবার মান উন্নয়ন বিষয়ক ‘কাইযেন’ সেমিনার জাতীয় প্রচ্ছদ মে ২৩, ২০১৭মে ২৩, ২০১৭0 রবিউল আওয়ালঃ সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মান উন্নয়ন বিষয়ক ‘কাইযেন’ সেমিনার সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা(জাইকা) ও জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এ সেমিনারের অয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মিজানুর ইসলাম। বিশেষ অতিথি গবেষনা প্রফেশনা পরিচালক মোঃ হাসান তারিক, সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, এএসপি সদর সার্কেল মেরিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম। সেমিনারে জানানো হয়, কাইযেন একটি জাপানী শব্দ। এর অর্থ হচ্ছে অব্যাহত উন্নয়ন। ‘জনসেবার মানোন্নয়ন’ সরকারের কাছে জনগণের একটি সারধারণ প্রত্যাশা। একারণে জনগণের কাছে যথোপোযুক্ত সেবা পৌছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের জাতি গঠনমূলক সংস্থাসমূহ সেবার মান উন্নয়নের লক্ষ্যে ‘কাইযেন’ কার্যক্রম শুরু করেছে। সমগ্রিক মান ব্যস্থাপনা বা (টিকিউএম) হচ্ছে জনসেবার মান উন্নয়নের একটি উপায়। প্রতিটি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের অফিসগুলোতে প্রতি বছর কমপক্ষে একটি করে ক্ষুদ্র উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। একটি বছর একটি প্রকল্প নামে ‘কাইযেন’ কাঠামো গঠনের মধ্যেমে দেশব্যাপি প্রতিবছর ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন বাস্তবায়ত হবে। এতে সেবার মান বৃদ্ধি পাওয়ার পাশপাশি জনগনকে মানসম্মত ও সন্তষজনক সেবা প্রদান আরো নিশ্চিত হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার আসফিয়া সিরাত, দেওয়ান আকরামুল হক, আমিনুল ইসলাম, একি মিত্র চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর সাব রেজিস্টার লৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদর জাহিদুর রহমান, উপ পরিচালক পরিবার পরিকল্পনা রওশন আরা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশাশুনি ফতেমা জোহরা, পরিদর্শক পাঠ অধিদপ্তর কলারোয়া আকরাম হোসেন, উপজেলা প্রানি সম্পাদ অফিসার সদর ডা: বিপ্লবজিৎ কর্মকার, উপজেলা কৃষি অফিসার আশাশুনি মোহাম্মদ শফিউর রহমান, দেবহাটা জসিমউদ্দীন, উপজেলা প্রকৌশলী এলজিইডি সদর এম জাহাঙ্গীর আলম, জেলা হিসাবরক্ষন অফিসার আবু তাহের মোহাম্মদ আব্দুর রউফ, প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com