You are here
Home > প্রচ্ছদ > চৌদ্দগ্রামে গরু চোরসহ গ্রেফতার ১০

চৌদ্দগ্রামে গরু চোরসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ গরু চোরসহ সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- ২০১৪ সালের মাদক মামলায় ১ বছরের সাাজপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবদুল খালেকের ছেলে শহিদুল ইসলাম সাহেদ, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উজিরপুর ইউনিয়নের ইলাসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সোলেমান, তার স্ত্রী নাজমা বেগম, ভাই ইউসুফ, ভাইয়ের স্ত্রী আছমা বেগম, পৌরসভাধীন নাটাপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে সহিদ।

ফেনীর শশর্দী এলাকা থেকে একটি গরু চুরি করে নেয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছে উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী গ্রামের আবদুস সাত্তারের ছেলে নুর মোহাম্মদ, মৃত টুনু মিয়ার ছেলে জাহেদুল হক, নারায়নপুর গ্রামের মৃত হাজী ইদ্রিস মিয়ার ছেলে নুর নবী চৌধুরী ও রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারুক।

Leave a Reply

Top