You are here
Home > প্রচ্ছদ > চামরা বাজারজাত করণ ও গাজীপুর উন্নয়নে ভুমিকা রাখবে ইতালি– মেয়র জাহাঙ্গীর আলম

চামরা বাজারজাত করণ ও গাজীপুর উন্নয়নে ভুমিকা রাখবে ইতালি– মেয়র জাহাঙ্গীর আলম

ইমন খানঃ

দেশের চামড়া বাজারে অগ্রনী ভুমিকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবে ইতালি। সকাল থেকে দুপুর পর্যন্ত সিটির বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও দুটি গামেন্টস ভিজিট শেষে আমাদের সাথে এমনই কথা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। শনিবার সকাল ১০ টায় নগর ভবনে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা ও মেয়র জাহাঙ্গীর আলমের সাথে বৈঠক হয়। প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আলোচনা ফলপ্রসূত হয়েছে, আমরা তাকে জানাতে সক্ষম হয়েছি, তোমার দেশের ব্যবসায়ীদের বল,আমাদের গাজীপুরে বিনিয়োগ করতে। আয়তনে বিশাল বড় সিটি কর্পোরেশন গাজীপুর এলাকা,এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা জানিয়েছি। তারা গাজীপুরে অর্থনৈতিক জোন করতে আগ্রহী। তিনি আরও বলেন,পৃথিবীর শ্রেষ্ট চামড়া বাজার ইতালি,আমাদের দেশে কোরবানির সময় চামড়া ব্যবসার ভরা মৌসুম, তাই ঐ সময়টা তাদের দেশের ব্যবসায়ীদের মাধ্যমে বিনিয়োগ করলে আমার দেশের সফলতা আসবে। মেয়র জাহাঙ্গীর আলম জানান,আমাদের গাজীপুর সহ সারা দেশ যেহেতু শিল্প এলাকা,তাদের কাছ থেকে অত্যাধুনিক মেশিন,কেমিকেল সহ নগর উন্নয়ন করতে বাংলাদেশ,গাজীপুর ও ইতালি মিলে যৌথ কাজটি করতে চাই।

Top