You are here
Home > সারা বাংলা > বিভাগীয় সংবাদ > চাকুরীতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ।

চাকুরীতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ।

মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, চট্টগ্রাম :

চাকুরীতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন শহরে আটকে দিয়েছে।বেলা দেড়টা পর্যন্ত ট্রেন অবরোধকারী শিক্ষার্থীরা ষোলশহর স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকে।

নগরীর ষোলশহর থেকে দুই নম্বর গেট। সেখান থেকে একেবারে আগ্রাবাদ পর্যন্ত দীর্ঘপথ হেঁটে কোটা সংস্কারের দাবি জানান সাধারণ শিক্ষার্থী। এ সময় তারা স্লোগান দেন কোটা প্রথার বিরুদ্ধে এবং বিতরণ করেন ৫ দফা দাবিসম্বলিত লিফলেট। বিপুলসংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

বেলা দুইটার দিকে দুই নম্বর গেটে দেখা যায়, কোটা সংস্কারের স্লোগান দিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী আগ্রাবাদ অভিমুখে মিছিল বের করেন। তারা লালখানবাজার হয়ে একেবারে আগ্রাবাদ পর্যন্ত যান। তাদের দাবি, বিদ্যমান ৫৬ শতাংশ কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। চাকরিতে কোটা ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

পাঁচ দফা দাবি গুলো হলো কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার না করা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিক দের বলেন, ‘কেন্দ্রীয় যেকোনো কর্মসূচি পালন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় প্রস্তুত আাছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে। এবং তাদের সাথে যোগ দেয় নগরীর অন্যান্য সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ। এতে পুলিশ উপস্থিত ছিল তবে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

Leave a Reply

Top