You are here
Home > সারা বাংলা > জেলার খবর > চরফ্যাসনে জনতার গনপিটুনীতে ৪ ডাকাত আহত

চরফ্যাসনে জনতার গনপিটুনীতে ৪ ডাকাত আহত

রাকিব আল হাছান বেপারী,ভোলা :

দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ ফ্যাসন গ্রামের সাবেক সেনা সদস্য আবুল কাশেম মিয়ার পুরানো বাড়িতে মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করে গনপিটুনী দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার মধ্যরাতে চরফ্যাসন পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ফ্যাসন গ্রামের কালিয়াকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গনপিটুনীতে ধৃত ডাকাতদের অবস্থা শংকটাপন্ন হওয়ায় আটককৃত ডাকাতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।স্থানীয় দের কাছে জানাযায় যে শুক্রবার মধ্যরাতে ১০ থেকে ১২ জনের ডাকাতের একটি দল ডাকাতির জন্য প্রস্তুতি নেয়।এসময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি বুজতে পারে।পরে তারা গ্রামের লোকজনদেরকে সাথে নিয়ে তাদেরকে ধাওয়া করে চার ডাকাতকে আটক করে।এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে আটককৃত ডাকাতদের উত্তেজিত জনতা গনপিটুনী দিয়ে চরফ্যাসন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চরফ্যাসন থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে আহত ডাকাতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

Leave a Reply

Top