You are here
Home > সারা বাংলা > জেলার খবর > চট্টগ্রামে যাত্রীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা, চালক আটক

চট্টগ্রামে যাত্রীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা, চালক আটক

আলী হোসাইন, চট্টগ্রাম :

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় পরিবহন শ্রমিকদের হামলায় পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরা হলেন- মো. নুরুল মোস্তফা (৩৬) ও জামাল উদ্দিন (৩৮)।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ক্ষুব্ধ যাত্রীরা বিআরটিসির এক বাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক গাড়ি চালকের নাম মো. নয়ন (৩৬)। তিনি নগরের নতুনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাড়ি নোয়াখালী জেলায়। এ ছাড়া ঘটনার পর থেকে বাসের হেলপার মো. হেলাল পলাতক রয়েছে বলে জানা গেছে।

বাকলিয়া থানার ওসি প্রণব বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ‘আটক বিআরটিসি বাসের চালক পুলিশের হেফাজতে আছে।’

Leave a Reply

Top