You are here
Home > জাতীয় > গোয়ালঘরে ১৪ ফুট লম্বা অজগর!

গোয়ালঘরে ১৪ ফুট লম্বা অজগর!

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের শরণখোলায় গোয়ালঘর থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে খুড়িয়া গ্রামের ফুলমিয়া হাওলাদারের বসতঘর সংলগ্ন গোয়ালঘর থেকে স্থানীয় লোকজন সাপটিকে আটক করেন। পরে শুক্রবার বেলা ১১টার দিকে ওই সাপটিকে ওয়াইল্ড টিমের ভিটিআরটি ও বনবিভাগের সদস্যরা উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।

অজগরটির ওজন প্রায় ২০ কেজি এবং ১৪ ফুট লম্বা। এটিকে সুন্দরবনের শরনখোলা স্শটেনের ধাবরী এলাকায় অবমুক্ত করা হয়। টাইগার টিমের সদস্য সেলিম খান, বাবু ও সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য নজরুল ইসলাম আকন বলেন, অজগরটি হয়তো খাবারের সন্ধ্যানে লোকালয়ে এসেছিলো।

Leave a Reply

Top