You are here
Home > নারী ও শিশু > গোপালগঞ্জের মুকসুদপুরে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু


গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে মঙ্গলবার দেয়াল চাপায় ঐশী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সাজিয়া (৫) নামের আরো এক শিশু।
খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খান জানান, খান্দারপাড় গ্রামে ইউসুফ দাই এর বাড়িতে নতুন বিন্ডিং নির্মাণে কক্ষের মধ্যে ড্রেজার মেশিনের সাহায্যে বালু ভরাট চলছিল। এ সময় পানি ও বালুর চাপে দেয়াল ভেঙে পড়ে ওই দুই শিশুর উপর। এ সময় গুরুতর আহত শিশু ঐশী ও সাজিয়াকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ঐশীকে মৃত ঘোষণা করেন। পরে সাজিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত ঐশী খান্দারপাড় গ্রামের রুহুল আমীনের মেয়ে ও সাজিয়া একই গ্রামের সহিদুল শেখের মেয়ে।

Leave a Reply

Top