You are here
Home > জাতীয় > গুলশান-বনানী-ধানমন্ডির অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

গুলশান-বনানী-ধানমন্ডির অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ আগামী ১০ মাসের মধ্যে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার সব অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত ২৩৩টি রিটের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করে বুধবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহুরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আবাসিক স্থাপনাগুলোর মধ্যে যদি কোনো বাণিজ্যিক স্থাপনা থাকে সেগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।

রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন। আর রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আগামী ১০ মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজউককে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন।

Leave a Reply

Top