
ইমন খানঃ
আওয়ামীলীগের বিজয়ী জনসভায় গাজীপুর সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের জনস্রোত দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে কয়েকশ গাড়ি নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা সাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে দুপুর ১ টায় মেয়র জাহাঙ্গীর আলম এসে ঐ মিছিলের নেতৃত্ব দেন। সাহবাগ মোড় থেকে জনসভায় যাওয়ার পথে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ সময় তারা জয়বাংলা শ্লোগানে মূখরিত করে তোলেন ঢাকার রাজপথ। ঐ মিছিলে মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলো চোখে পড়ার মত।