
ইমন খান ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিটি মেয়র হয়ে তাক লাগিয়ে দিয়েছেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। গত ২৬ শে জুন বিএনপির প্রার্থী থেকে ২ লক্ষ ৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে বৃহত্তর এর সিটির নগর পিতা হয়েছেন সাবেক এই ছাত্রনেতা। তাই গত ৩০ শে জুন গন ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর আলমের উদ্যেশে বলেছেন,গাজীপুরে আমি একটি গাছ লাগিয়েছি। বিজয়ী হয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন নবীন এই মেয়র। সকাল থেকে রাত ৪ টা পর্যন্ত ফুল আর ভালোবাসা নেওয়ার জন্য নগরের হ্যারিকেন এর বাস ভবনে বসে থাকেন এই নেতা। নেতাকর্মীরাও স্বার্ছন্দে ফুলের তোড়া,ক্রেষ্ট ও নৌকার তোড়ণ নিয়ে উপস্থিত তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য। সাড়ি সাড়ি ভাবে লোকজন আসছেন,কেউ মিষ্টি কেউ রসমালাই সব রকমের আনন্দ চলছে নব নির্বাচিত মেয়রের বাসায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে শুক্রুবার ৬ ই জুন সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে প্রায় ৫ হাজার লোকের সমাগম-কেউ নতুন কাউন্সিলর আবার ধর্মীয় সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তেমনি গাজীপুর মহানগরের বাসন সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের পক্ষথেকে মোঃ লিটন হাসান ও মোঃ শামসুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে মেয়রকে বরণ করে খুবই আনন্দ বোধ করছেন। প্রতিদিন এইভাবেই চলছে ফুলের শুভেচ্ছার মহড়া।