You are here
Home > সারা বাংলা > জেলার খবর > গাজীপুর সিটি মেয়রের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ।

গাজীপুর সিটি মেয়রের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ।

ইমন খান ঃ

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ¦ এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম,কাউন্সিলর গণ ও আওয়ামীলীগ নেতাকর্মী সহ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ৮ই জুলাই ধানমন্ডির ৩২ নম্বরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানান এই মেয়র। যিনি ২ লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সবাই তাক লাগিয়ে দিলেন। অবশ্যই এই জয় তিনি গাজীপুর বাসীকে উৎসর্গ করে দিলেন। শনিবার বেলা ১২ টায় প্রথমে সিটি কর্পোরেশন এর পক্ষথেকে মেয়র সহ কাউন্সিলর গন শ্রদ্ধা নিবেদন করেন। পর মহানগর আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,যুব মহিলালীগ সকলে পর্যায়ে ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় উপস্থিত ছিলেন-নগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড আমজাদ হোসেন বাবুল,সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল,সাংগঠনিক সম্পাদক এ্যাড মহিউদ্দিন আহমেদ মহি,মোঃ কাজী ইলিয়াস আহমেদ,আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ খালিদ হোসেন,দপ্তর সম্পাদক এ্যাডঃ মনির হোসেন,সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম,সদস্য আব্দুর রহমান মাস্টার,গিয়াস উদ্দিন মোল্লা,মোঃ খলিলুর রহমান,শ্রমিকলীগের আহবায়ক মোঃ আব্দুল মজিদ বিএসসি,কৃষকলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন,যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সুমন আহমেদ শান্ত বাবু,ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ সায়মন সরকার,রিপন খান,যুব মহিলা লীগের আহবায়ক রুহুন নেছা রুনা প্রমূখ। নির্বাচিত কাউন্সিলর গন ১ নং মোঃ ওসমান গনী লিটন,২ নং মোঃ মোন্তাজ উদ্দিন,৩ নং মোঃ সাইজউদ্দিন মোল্লা,৫ নং মোঃ দবির উদ্দিন সরকার, ৬ নং মোঃ আনাদুজ্জামান তুলা,৭ নং মোঃ কায়সার আহমেদ,৮ নং মোঃ সেলিম রহমান,৯ নং নাসির উদ্দিন মোল্লা,১০ নং মোঃ দেলোয়ার হোসেন দুলাল,১১ নং মোঃ আবুল কালাম আজাদ,

১২ নং মোঃ আব্বাস উদ্দিন খোকন,১৩নং মোঃ খোরশেদ আলম সরকার,১৪ নং মোঃ সোয়েব আল আসাদ মনির,১৭ নং মোঃ রফিকুল ইসলাম,১৮ নং মোঃ আব্দুল কাদির মন্ডল,২১ নং মোঃ ফারুক হোসেন,২২ নং মোঃ মোশারফ হোসেন,২৩ নং মোঃ মনজুর হোসেন,২৭ নং মোঃ জাবেদ আলী জবে,২৯ নং মোঃ শাজাহান মিয়া সাজু,৩১ নং মকবুল হোসেন মোক্তার,৩২ নং পাঞ্জর আলী,৩৩ নং মোঃ মিজানুর রহমান,৩৪ নং মোঃ জাহাঙ্গীর আলম,৩৬ নং মোঃ আলমগীর হোসেন মাস্টার,

৩৯ নং মোঃ শাহিন আলম মৃধা,৪০নং মোঃ আজিজুর রহমান শিরিষ, ৪৪ নং ওয়ার্ড মোঃ মাজহারুল ইসলাম দিপু,৪৬ নং মোঃ নুরুল ইসলাম নুরু,৪৭ নং মোঃ সাদেক আলী,৫০ নং কাজী আবু বক্কর ছিদ্দিক,৫২ নং মোঃ আব্দুল আলিম মোল্লা,৫৪ নং মোঃ নাসির উদ্দিন মোল্লা, ৫৭ নং ওয়ার্ড গিয়াস উদ্দিন সরকার,

মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার সিন্ডা,মাহমুদা আক্তার মুক্তি,বেনু বারেক,তাসলিমা আক্তার,রোকসানা আহমেদ রোজী,আয়শা খাতুন,আফসানা আক্তার,খন্দকার নুরুন নাহার,আয়শা আক্তার,রুহুন নেচ্ছা রুনা,পুস্প আক্তার মায়া,শিরিন আক্তার,জোসনা বেগম,ফেরদৌ জামান পেরু,নাসরিন আক্তার,রাখি সরকার প্রমূখ।

Leave a Reply

Top