গাজীপুর সিটি কর্পোরেশনের সর্ববৃহৎ বাজেট ঘোষণা Uncategorized আগস্ট ২৯, ২০২১আগস্ট ৩০, ২০২১0 গাজীপুর প্রতিনিধি,গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থ বছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে বোর্ড বাজার এলাকায় গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলমমেয়র বলেন, ‘দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সব ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণসহ সবার সহযোগিতা চাইছি।’ ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম,উপস্থিত ছিলেন,সচিব মোস্তাফিজুর রহমান,সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আকবর আলী,তত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে সব ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজেটে রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। মূল বাজেটের ৯৩ ভাগ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে। আয়ের উৎস হিসেবে বৈদেশিক অর্থ সহায়তাপুষ্ট প্রকল্প, ডিপিপি, গৃহ ও ভূমি কর, সরকারি অনুদান ও রাজস্ব আদায়সহ বিভিন্ন খাত ধরা হয়েছে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com