
ইমন খান :
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নব নির্বাচিত গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ এ্যাড. মো. জাহাঙ্গীর আলম এর আমন্ত্রণে চায়না সাইনিং স্টার গ্রুপ এর প্রতিনিধি দল এখন ঢাকায়।
তিনদিনের সফরে এ প্রতিনিধি দলের ১৮ সদস্য ঢাকার হোটেল লিমিরিডিয়ানে অবস্থান করছেন। মেয়র জাহাঙ্গীর আলম এর বিশ্বস্ত সুত্রে জানা গেছে, এক বছর আগে এই প্রতিনিধি দল গাজীপুরে এসে কিভাবে বাসযোগ্য শহর করা যায়, সেইভাবে ম্যাপ করে নিয়ে যায়। যদিও মেয়র জাহাঙ্গীর আলম এর সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক। সে হিসেবে তাদের শর্ত হলো সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হলে তারা জাহাঙ্গীর আলম এর সাথে বেসরকারীভাবে বিনিয়োগ করবে।
সেই সুত্র ধরে ৬ই আগষ্ট দুপুর ২ টায় হযরত শাহ জালাল আন্তজাতিক বিমান বন্দরে তাদের রিসিভ করে সরাসরি হোটেলে নিয়ে যান মো. জাহাঙ্গীর আলম। ৭ই আগষ্ট হেলিক্যাপ্টার যোগে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত তারা পুরো শহর ঘুরে ভিডিও করে নিয়ে যান। আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় সিটি গাজীপুর। সেই হিসেবে পরিকল্পনা ছাড়া এই নর্দমা সিটিকে শহররুপে পরিনত করা সহজ হবেনা। নতুন এই মেয়রের প্রতিশ্রতি ছিল চায়না ও জাপানের সহযোগিতায় একটি বাসযোগ্য শহর গড়ে তোলা। নগরবাসীর সেই স্বপ্ন পূরুন হওয়ার পথে।