You are here
Home > সারা বাংলা > জেলার খবর > গাজীপুর সদর মেট্রো থানায় শেখ রাসেলের জম্মদিন পালিত

গাজীপুর সদর মেট্রো থানায় শেখ রাসেলের জম্মদিন পালিত


গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদর মেট্রো থানা কতৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জম্মদিন পালন করা হয়। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালো রাতে শেখ মুজিবুর রহমান সহ গোটা পরিবার হত্যার সময় ১০ বছরের শিশু রাসেল কে হত্যা করা হয়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকার কারনে বেচে গেলেন। সেই থেকে জাতীয় শোক দিবস পালন করা হয়। পাশাপাশি ১৮ ই অক্টোবর শেখ রাসেলের জম্মদিন পালন করে। তারই অংশ হিসেবে ১৯ শে অক্টোবর বিকাল ৪ টায় জয়দেবপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এর আগে শহরের বিভিন্ন সড়কে বর্নাট্য র‍্যালী করা হয়।

র‍্যালী শেষে আবার দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর মেট্রো থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জিকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর মেট্রো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদ রানা এরশাদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সাজিদ,সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, বাসন থানার সাধারণ সম্পাদক মোঃ শান্ত,সালনা থানার সভাপতি মোঃ সোহেল বেপারী প্রমূখ।

Leave a Reply

Top