You are here
Home > সারা বাংলা > জেলার খবর > গাজীপুর মেয়রকে চীনা মেয়রের দুই লাখ মাস্ক উপহার

গাজীপুর মেয়রকে চীনা মেয়রের দুই লাখ মাস্ক উপহার

গাজীপুর প্রতিনিধিঃ

চীনের কুনমিং সিটির মেয়রের প্রায় দুই লাখ মাস্ক এলো গাজীপুরে। করোনাভাইরাস পরিস্থিতিতে অতি প্রয়োজনীয় এই সুরক্ষা সামগ্রী গাজীপুরসহ দেশের বিভিন্ন হাসপাতালে বিতরণের উদ্যোগ নিয়েছেন মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ
জাহাঙ্গীর আলম। বিপুল সংখ্যক মাস্ক এমন সময়ে এলো, যখন দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।

সিটি মেয়র জাহাঙ্গীর আলম জানান, আজ সোমবার (১ জুন) বিকেলে দেশে এসে পৌঁছায় মাস্কগুলো। এর মধ্যে রয়েছে উন্নতমানের ১০ হাজার এন-৯৫। বাকিগুলোর মধ্যে রয়েছে কেএন-৯৫ এবং সার্জিক্যাল মাস্ক। সবগুলো মাস্ক গাজীপুরসহ দেশের বিভিন্ন হাসপাতালে করোনাযুদ্ধে নিযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিতরণ করা হবে। শিগগিরই বিভিন্ন হাসপাতালে এগুলো সরবরাহ শুরু করা হবে।

গাজীপুর মেয়র জানান, চীনের ইউনান প্রদেশের কুনমিং সিটির মেয়রের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব। এই সখ্যতার জের ধরেই তাকে বিপুল পরিমাণ মাস্ক উপহার দেওয়া হয়েছে। এর আগেও কুনমিং মেয়র জাহাঙ্গীরের কাছে অনেক সুরক্ষা সামগ্রী পাঠিয়েছিলেন। সেগুলোও তিনি বিভিন্ন হাসপাতালে বিতরণ করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ওয়াং শিলিয়াং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। এর আগে তার নিমন্ত্রণে একাধিকবার তিনি চীন সফরও করেছি। ওয়াং প্রতিনিয়ত বাংলাদেশের খবরাখবর রাখে। বিশেষ করে আমার সঙ্গে বন্ধুতার খাতিরে গাজীপুরকে নিয়ে তার যথেষ্ঠ উদ্বেগ রয়েছে। এ জন্যই সে গাজীপুরের মানুষের জন্য এসব সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে।’

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গাজীপুরকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। কিন্তু এক সপ্তাহের মধ্যে গাজীপুরেও করোনা শনাক্ত হলে তার তৎপরতা আরও বৃদ্ধি পায়। পাশাপাশি করোনার সম্ভাব্য সংক্রমণ মাথায় রেখে তিনি বিদেশ থেকে বিপুল পরিমাণ সুরক্ষা সামগ্রী আমদানি করেন।

এর পাশাপাশি লকডাউনে বেকার হয়ে পড়া কয়েক লাখ পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন মেয়র জাহাঙ্গীর। এরই মধ্যে প্রায় তিন লাখ পরিবারে তিনি পৌঁছে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তার দক্ষ নেতৃত্বের কারণে গাজীপুরে করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হয়। এমনকি করোনাযুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পরিবার-পরিজন থেকেও দূরে সরে গেছেন।

সুত্র News1975

Leave a Reply

Top