
মো ঃ ইলিয়াস, গাজীপুর ঃ
ক্লিন ইমেজ খ্যাত গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে সিভি সংগ্রহ করে কমিটি দেওয়ার জন্য তোর জোড় শুরু করেছে। শনিবার সকাল ১১ টা থেকে নগরের গাছা থানায় অন্তগর্ত মোল্লা কনভেনশন সেন্টারে ঢাক ঢোল বাজিয়ে এ কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। নগরের ৫৭ টি ওয়ার্ড ও ৮ টি থানা থেকে সভাপতি ও সম্পাদক হওয়ার জন্য অাগ্রহী প্রার্থীদের কাছ থেকে এই জীবন বিত্তান্ত বা সিভি সংগ্রহ করছেন। জানা গেছে এই কার্যক্রম আগামী ২৫ শে সেপ্টম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। নগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ড সিটির কাউন্সিলর হাজী মোঃ মনিরুজ্জামান মনির বলেন– সংগঠনকে শক্তিশালী করতে ও দেশরত্ম শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বেচ্ছাসেবকলীগ অগ্রনী ভুমিকা পালন করে,তাই গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কে গতিশীল করার জন্য নগরের পূর্ণাঙ্গ কমিটি,থানা ও ওয়ার্ড কমিটি করার জন্য আমাদের এই উদ্যোগ। নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু বলেন– আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আমাদের এই উদ্যোগ একটি মাইল ফলক হয়ে থাকবে এবং কেন্দ্র বিত্তিক তৃণমুল নেতৃবৃন্দ কাজ করতে সুবিধা পাবে।

ঐ সময় মহানগরের সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে সিভি সংগ্রহ করেন জয়দেবপুর মেট্রো থানা সভাপতি প্রার্থী মো ঃ সাইফুল্লাহ শাওন ,বাসন থানা সভাপতি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন,মোঃ ফরহাদ হোসেন সুমন,মোঃ ফাহাদ সরকার টিটু,মোঃ মহিমউদ্দিন মহি । সাধারণ সম্পাদক হিসেবে মোঃ লিটন হাসান,মোঃ সাইফুল ইসলাম সুমন,মোঃ আসাদুজ্জামান অাসাদ এ ছাড়াও সিভি জমা দিলেন কাশিমপুর থানার সভাপতি প্রার্থী মোঃ তুহিন মোল্লা,কোনাবাড়ি মোঃ শেখ রাসেল ,মোঃ নয়ন,জয়দেবপুর থানা থেকে মোঃ শাকিল আহমেদ,গাছা থানার মোঃ আরিফুল হক রকি,সালনা সাংগঠনিক থানার সাধারণ সম্পাদক প্রার্থী এস এম মাসুদ পারভেজ সহ নাম না জানা থানা ও ওয়ার্ড মিলে আজকের মত ৫ শতাধিক। আগামী ৩ দিনে এর পরিমান হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।