You are here
Home > সারা বাংলা > জেলার খবর > গাজীপুর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারো বোর্ডবাজারের ময়নামতি গেষ্ট হাউজ ( পতিতালয় ) চালো

গাজীপুর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারো বোর্ডবাজারের ময়নামতি গেষ্ট হাউজ ( পতিতালয় ) চালো

পগর মাহম্মুদ সাগর,গাজীপুর ঃ

এ যেন রীতিমত প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই যৌন ব্যবসায়ে আট ঘাট বেধে নেমেছে একটি চক্র বিভিন্ন স্থানে গেষ্ট হাউজের নামে পতিতালয় গড়ে তুলে বিপথগামী করছে সমাজের উঠতি বয়সের ছেলেমেয়েদের । তাছাড়া সব ধরনের মাদকের আসনা এই গেষ্ট হাউজের নামের পতিতালয় গুলো।

গত সপ্তাহে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন প্রশাসন এসব পতিতালয় গুলো থেকে যৌনকর্মী সহ প্রায় ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় অনৈতিক কর্মকান্ডের জন্য।

এসব নামধারী অপকর্মের আখড়া বিভিন্ন হোটেল, গেষ্ট হাউজ গুলোতে তালা ঝুলিয়ে দেন এবং এই বিল্ডিংয়ের বিদ্যুৎ বিছিন্ন করতে সংশ্লিষ্ট মহলকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসকের এই অভিযানের সপ্তাহ না পেরুতেই আবারো বেহাল তবিওতে চালিয়ে যাচ্ছে যৌন ব্যবসা।

গতকাল সন্ধ্যায় বোর্ডবাজার ময়নামতি গেষ্ট হাউজের (পতিতালয়) সামনে দালালদের অবস্থান দেখে সন্ধেহ হলে সরেজমিনে গিয়ে দেখা যায় জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে আগের মত চলছে যৌন ব্যবসা।

শুধু সামনের লাইটিং ব্যানার না জ্বালিয়ে এবং রোড সাইডের দুইটি রুমের বাতি বন্ধ করে চলছে ময়নামতি গেষ্ট হাউজে যৌন কর্মকান্ড এ ব্যাপারে ময়নামতির স্টাফদের সাথে কথা বলতে চাইলে তারা কোন প্রকার প্রশ্নের উত্তর নাদিয়ে ১৪/১৫ যৌনকর্মী সহ একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। দরজার সামনে দাড়িয়ে অবস্থান করে দরজায় নক করা হলে ভিতর থেকে কেউ একজন বলেন এ ব্যাপারে মালিকের সাথে কথা বলেন মালিকের নাম ও ফোন নাম্বার জানতে চাইলে শুধু নাম বলেন হেলাল ওছানাউল্লাহ কিন্তু নাম্বার বা ঠিকানা কিছুই দেয় নি।অনেক চেষ্টা করেও আর কোন বক্তব্য নেওয়া যায় নি।

Leave a Reply

Top