You are here
Home > নারী ও শিশু > গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু

তানজীর আলম (সোহেল) :
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাস চাপায় মিলি আক্তার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) বেলা ১১ টার দিকে চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মিলি আক্তার ভোলার আব্দুর রশিদের স্ত্রী।নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস সালাম জানান, চান্দনা চৌরাস্তা মোড় পার হওয়ার সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস মিলি আক্তারকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে

Leave a Reply

Top