You are here
Home > প্রচ্ছদ > গাজীপুরে স্টিল মিলে আগুন !

গাজীপুরে স্টিল মিলে আগুন !

বিশেষ প্রতিনিধি :

গতকাল সোমবার রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ‘প্রীতি স্টিল মিলে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার একতলা শেডে লাগা আগুনে রং ও রাসায়নিকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ আহত হয়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতারুজ্জামান।

Leave a Reply

Top