You are here
Home > সারা বাংলা > জেলার খবর > গাজীপুরে মহিলা সভানেত্রী ও যুবলীগ নেতা সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত

গাজীপুরে মহিলা সভানেত্রী ও যুবলীগ নেতা সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত

গাজীপুর প্রতিনিধি ঃ

গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আলহাজ্ব সেলিনা ইউনুছ তার ছেলে  ও বাসন থানা যুবলীগ নেতা মোঃ শাখাওয়াত হোসেন রনির উপর সন্ত্রাসীরা হামলা করেছে । সোমবার নগরের ১৪ নং ওয়ার্ডে ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় পূর্ব শত্রুতার রেশ ধরে তারা সেলিনা ইউনুছ ও রনি কে মেরে ফেলার জন্য এই হামলা চালায়। ঐ হামলায় মহিলা সহ প্রায় ১৫ জন আহত হয় বলে জানা গেছ,এর মধ্যো রনি মাথায় ও শরীরে ধারলো অস্রের আগাত রয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের কে নগরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রনির মাথায় ১১ টা সেলাই দিতে হয়েছে।


এই ঘটনায় গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ প্রতিবাদ সভা করেছে তাদের সাথে জেলা প্রশাসক ড,দেওয়ান মোঃ হুমায়ুন কবিরও উপস্থিত থেকে অপরাধীদের শাস্তি দাবী করেন। গাজীপুর পুলিশ কমিশনার ও ডিসি উভয়ে তাদের হাসপাতালে দেখতে যান।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ ফেইস বুকে অপরাধী দের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানাচ্ছে সাধারণ আম জনতা ও দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Top