
ইমন খানঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও ডিসিসহ বিভিন্ন ভিআইপির পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে প্রতারক এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সোহেল (২৮)। সে সিরাজগঞ্জ জেলা সদরের চরবনবাড়িয়ার কলিম উদ্দিন শেখের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান সোমবার সন্ধ্যায় জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের পরিচয়ে সম্প্রতি গাজীপুর মহানগরের চান্দনা-চৌরাস্তার পাশে টার্গেট সোয়েটারের এমডির কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোমবার সকালে ঢাকার যাত্রবাড়ি এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেপ্তারকৃত সোহেল স্বীকার করে জানায়, সে একইভাবে ঢাকার ডিসি ও পুলিশের ডিআইজিসহ বিভিন্ন ভিআইপি কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে সে ঢাকা ও আশে-পাশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি প্রাণ গ্রুপ, যমুনা গ্রুপের মালিকসহ বিভিন্ন পোশাক কারখানার মালিকের কাছে ফোন করে টাকা দাবি করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি প্রতারণার মামলা রয়েছে। এ ব্যাপারে মেয়র মহোদয়ের একান্ত সহকারী মোঃ আশরাফুল আলম রানা মোল্লা,সহকারী মোঃ ইমন খান ও মোঃ ইলিয়াস হোসেন বাদী হয়ে গাছা থানায় মামলা করেন,মামলা নং ২৪-১২-১৮ ইং ধারা ১৭০/ ১৭১/৩৮৫/৪৩০/৩৪ দঃবিঃ
এ ব্যাপারে রানা মোল্লা বলেন,আমরা বিশ্বাস করি,আইন তার গতিতে চলবে,আমরা অাইনের উপর শ্রদ্ধাশীল। মেয়র মহোদয়ের মানহানির জন্য আমরা আরো মামলা করবো।