You are here
Home > সারা বাংলা > জেলার খবর > গাজীপুরে জাতীয় সমবায় দিবস

গাজীপুরে জাতীয় সমবায় দিবস


ইমন খানঃ 

“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে গাজীপুরে উদযাপিত হলো ৪৭তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা সমবায় বিভাগ। রবিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে শেষ করে। পরে অনুষ্ঠানস্থলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু করা হয়।

গাজীপুরের জেলা প্রসাশক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে জেলা প্রশাসন নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল খায়ের, গাজীপুর মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর কেন্দীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ, জেলা সমবায় সমিতির সহ-সভাপতি মো: কামাল উদ্দিন, সমবায়ী কর্মী মো: ইউনুস আলী, মোঃ আনিসুর রহমান প্রমুখ।
জেলার ১১টি সমবায় সমিতি প্রতিষ্ঠানে সমবায় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা সনদ প্রদান ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এদিকে সকালে কালিয়াকৈরে র‌্যালীতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক। র‌্যালীটি কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে থানা কম্পাউন্ড প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয় এবং উপজেলার বিভিন্ন সমবায়ীদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Top