
ইমন খান :
আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়বো এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে মহানগরের চান্দনা চৌরাস্তায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রতিষ্ঠানটির সামসুদ্দিন সরকার মিলনায়তনে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ
জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান, প্রফেসর এম এ বারী, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসার (গাছা) মাহবুবা বিলকিস, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার কে এম আরিফ হক,গাজীপুর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম,বাসন থানার ওসি মোঃ মুক্তার হোসেন,
গাজীপুর জেলা পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার, সিটি কাউন্সিলর রফিকুল ইসলাম,মোঃ আব্দুল কাদির মন্ডল,মুসা চৌধুরী,আওয়ামীলীগ নেতা
মোঃ ছিদ্দিকুর রহমান,আশরাফুল আলম রানা মোল্লা, নগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুছ,সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা,নগর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শান্ত বাবু,কর্মসূচিতে শিক্ষার্থী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়