গাজীপুরে চাঁদাবাজির মামলায় ৪ আসামীরজামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ জেলার খবর দূরনীতি ও অপরাধ প্রচ্ছদ মার্চ ২৯, ২০২২মার্চ ২৯, ২০২২0 গাজীপুর প্রতিনিধি দুই লাখ টাকার চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অভিযুক্ত ৪ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সোমাবার আসামীরা গাজীপুর মেট্রোপলিটন আদালতে আত্মসমপর্ণন করে জামিনের প্রার্থনা করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলেন, টঙ্গীর দত্তপাড়া রসুলবাগের আব্দুল মান্নান দেওয়ানের ছেলে আলমগীর হোসেন (৩৬), জাহাঙ্গীর আদিল (৪০), মৃত আনোয়ার হোসেনের ছেলে বাবু (২৮) ও এরশাদ (৩০)। আসামীপক্ষে জামিনের শুনানীতে অংশ নেন গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজ উদ্দিন ও বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। মামলা সূত্রে জানা যায়, আসামীরা টঙ্গীর দত্তপাড়া রসুলবাগে বাদিনী ফরজানার ফার্মেসীতে গিয়ে এককালীন ২ লাখ টাকা ও মাসিক ৩০ হাজার টাকার চাঁদা দাবী করে। বাদিনী চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা গত বছর ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাদিনীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলা চালায়। এসময় আসামীরা বাদিনীর স্বামী হাসান মোল্লাকে মারধর ও আসবাবপত্র ভাংচুর চালিয়ে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় ফারজানা বেগম গাজীপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত প্রতিবেদন দালিখের পর আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অবশেষে আসামীরা গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com