You are here
Home > নারী ও শিশু > গর্ভাবস্থায় ধূমপানের প্রতিক্রিয়া

গর্ভাবস্থায় ধূমপানের প্রতিক্রিয়া

আপনি যদি ধূমপায়ী হন, তাহলে গর্ভবতী অবস্থায় আপনি অন্য মানুষের চেয়ে অনেক বেশী সমস্যার সম্মুখীন হবেন, এমনকি এর ফলে আপনার গর্ভপাতও হয়ে যেতে পারে। টনিক আপনার জন্যে নিয়ে এলো গর্ভাবস্থায় ধূমপানের কিছু বিরূপ প্রতিক্রিয়া। যেমনঃ

এক্টোপিক প্রেগনেন্সি
প্লাসেণ্টাল অ্যাব্রাপশন- অনেক সময় প্লাসেন্টা জরায়ু থেকে অনেকদূর সরে যায়, এর ফলে আপনার বাচ্চা মারাও যেতে পারে।
প্লাসেন্টা প্রায়ভিয়া – প্লাসেন্টা যখন আপনার সারভিক্সের মুখ বন্ধ করে দেয়। এর জন্য অতিরিক্ত রক্তক্ষরণ এবং তার ফলে শিশু সময়ের আগেই জন্মাতে পারে।
কোনোরকম সমস্যা ছাড়াই গর্ভের মধ্যে শিশুমৃত্যু।
সিগারেটের মধ্যে থাকা কার্বন মনোক্সাইড আপনার শিশুর কাছে অক্সিজেন পৌঁছানোও কমিয়ে দেয়, এতে তাদের সঠিক বৃদ্ধি হয়না। শুধু তাইই নয়, সিগারেটের অন্যান্যরাসায়নিক পদার্থও আপনার শিশুর জন্য সমস্যা তৈরি করতে পারে। আর এই গুলো সব আস্তে আস্তে তৈরি হতে থাকে, আপনি যতো বেশী ধূমপান করবেন তত আপনারবাবুর জন্য সমস্যা তৈরি হবে। যেমন-

প্রিম্যাচিউর বা সময়ের অনেক আগে জন্মানো – যেসব গর্ভবতী মায়েরা ধূমপান করেন তাদের সন্তান সময়ের অনেক আগে জন্মায়।
জন্মের সময় ওজন কম থাকা – জন্মের সময় স্বাভাবিক ওজনের চেয়ে ২.৫ কেজি পর্যন্ত ওজন কম হতে পারে, আর এর সম্ভাবনা বেড়ে যায় তিনগুণ, যদিআপনি ধূমপান করেন।
জন্মগত সমস্যা থাকা – যদি আপনি ধূমপান করেন সেটা আপনার শিশুর বৃদ্ধিতেও সমস্যা তৈরি করে এবং এর জন্য বাচ্চা ঠোঁটকাটা বা ক্লেফট লিপ নিয়ে জন্মায়।
বাবুর জন্মের পরে কি কি সমস্যা দেখা দিতে পারে –

সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বা সিডস অথবা কট ডেথ এর ঝুঁকি বহুগুণে বেড়ে যায় আপনি যদি ধূমপায়ী হন, তাহলে। সিডস এর ফলে শিশুমৃত্যুর ৫ জনের একজনপ্যাসিভ স্মোকিং বা আশেপাশের অন্য কেউ ধূমপায়ী থাকলে তার কারণে হয়ে থাকে। এমনকি আপনি ধূমপায়ী হলে আপনার বাচ্চার কলিক পেইনের সম্ভাবনাও বেড়ে যায়।এছাড়াও বয়সের সাথে সাথে বাচ্চাদের নানা রকম সমস্যা দেখা দেয় ধূমপায়ী বাবা মায়ের জন্য। যেমন আপনার বাচ্চা পড়ালেখায় কেমন তার উপরেও ধূমপান প্রভাবফেলে।

Leave a Reply

Top