You are here
Home > প্রচ্ছদ > খুব সহজেই অ্যালার্জি দূর করবেন যেভাবে

খুব সহজেই অ্যালার্জি দূর করবেন যেভাবে

বিশেষ প্রতিবেদকঃ 

ছোটোখাটো অ্যালার্জির সমস্যায় প্রায় সবাই ভুগে থাকেন। কারও চিংড়িতে অ্যালার্জি, তো কারও বেগুনে, আবার কারও ধুলোতে। তবে জানেন কি, আপনার হাতের সামনেই এমন একটা জিনিস রয়েছে, যা খুব সহজেই দূর করতে পারে এই অ্যালার্জি। যা করতে হবে আপনাকে –

১) ১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।

২) শুকনো নিম পাতা পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন।

৩) এবার ইসব গুলের ভুষি কিনুন। ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন।

৪) আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন।

৫) প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে। দেখবেন এক মাসের মধ্যে অ্যালার্জির সমস্যা হবে দূর।

Leave a Reply

Top