You are here
Home > জাতীয় > খাসজমির উচ্ছেদ কারীদের পূর্ণবাসন করা হবে

খাসজমির উচ্ছেদ কারীদের পূর্ণবাসন করা হবে

ইমন খানঃ

দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হতে চললো কোনাবাড়ি ৭ নং ওয়ার্ডের ১ নং খাস খতিয়ান জমি ফিরে পেয়ে। গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় ও মাননীয় মন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি মহোদয়ের নির্দেশনায় এবং গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম স্বয়ং উপস্থিত থেকে বিষয়টি দীর্ঘদিন পর মিমাংসার করে দেন। এখন ঐ জমিতে মসজিদ,মাদ্রাসা, স্কুল কলেজ, খেলারমাঠ ও জানাজা নামাজ পড়ার উপযোগী করার আর কোন বাধা থাকলো না। এই জমি উদ্ধার করে পরিকল্পনা মাফিক সকল কাজ সম্পন্ন করার জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন তিনি এই বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরেছেন,শেষ পর্যন্ত মাননীয় মেয়র মহোদয় কে অবগত করার পর একটি নিরপেক্ষ ও সুষ্ঠু সমাধান পেয়েছেন। কাউন্সিলর কাউসার আহমেদ বলেন,৭ নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়নের পথে। মাননীয় মন্ত্রী ও মেয়র মহোদয়ের সার্বিক সহযোগিতায় এই ওয়ার্ডে সকল উন্নয়ন কাজ জনগণ কে সাথে নিয়ে করবো।
এলাকার স্থানীয় লোকজন নেতৃবৃন্দের এমন মহতি কাজে উচ্ছসিত। ঐ জমিতে যারা দীর্ঘদিন বসবাস করে আসছে,তাদেরকে অন্যত্রে পূর্ণবাসন করার প্রতিশ্রিতি দিয়েছেন মাননীয় মেয়র ও মন্ত্রী মহোদয়। সকাল ১১ টা থেকে কোনাবাড়ি ৭ নং ওয়ার্ডে বিভিন্ন রাস্তা ঘাট পরিদর্শন সহ অনুষ্ঠানে যোগদান করেন মেয়র ও মন্ত্রী। মন্ত্রীকে মটরবাইকে নিয়ে ছুটছেন নগর পিতা নিজেই। এ ছাড়াও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বেশ কিছু উন্নয়নমূলক কাজ তারা পরিদর্শন করেন।

Top