You are here
Home > প্রচ্ছদ > খালেদার সাজা বাড়াতে রবিবার আপিল করবে দুদক

খালেদার সাজা বাড়াতে রবিবার আপিল করবে দুদক

স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন প্রস্তুত করেছে দুদক। আগামী রবিবার হাইকোর্টে এ আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। দুদকের পক্ষ থেকে হাইকোর্টে খালেদা জিয়ার দণ্ড ১০ বছর করতে আবেদন করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত সোমবার দুদকের এক সভায় সাবেক খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ সিদ্ধান্ত জানিয়ে দুদক আইনজীবীদের এ সংক্রান্ত সব আইনগত প্রস্তুতি নিতে বলা হয়।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ মামলায় তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

Leave a Reply

Top