খালেদা জিয়ার নির্বাচন বানচালসহ কোন ষড়যন্ত্রই সফল হবেনাঃ পররাষ্ট্রমন্ত্রী প্রচ্ছদ রাজনীতি জুলাই ২০, ২০১৭জুলাই ২০, ২০১৭0 মোঃ নুর আলম, দিনাজপুর প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও দেশের কোন উন্নয়ন করেনি। তিনি লুটপাট সমিতি বানিয়ে তার ছেলেদের টাকা পাচারকারী বানিয়েছিলেন। দেশে এখন দুই ধরণের মডেল আছে। একটা হলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মডেল, আর অন্যটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মিথ্যাচার ও ষড়যন্ত্রের মডেল। খালেদা জিয়ার নির্বাচন বানচালসহ কোন ষড়যন্ত্রই সফল হবেনা। ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও জীবনযাত্রার মান উন্নত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় চিরিরবন্দর ফতেজংপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। ফতেজংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, সরকার দেশে সুষম উন্নয়ন করতে বদ্ধপরিকর। আগামী দিনে উন্নয়ন ধরে রাখতে বারবার নৌকায় ভোট দিতে হবে। আওয়ামীলীগ দল উন্নয়নে বিশ্বাসী । এ দল গণতন্ত্রের জন্য লড়াই করে। গণতন্ত্র টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার, সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,কিষণ লাল আগরওয়াল, কেশব লাল ঝাঁ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com