You are here
Home > খেলাধুলা > কোহলি-আনুশকার বিয়ের খবর গুজব

কোহলি-আনুশকার বিয়ের খবর গুজব

আবারও মন ভাঙলো ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জুটির ভক্তদের। সেই সঙ্গে বাড়লো প্রতিক্ষাও। বেশ ঢাকঢোল বাজিয়েই গত কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় বিরাট-আনুশকার বিয়ের খবর।

শোনা যাচ্ছিল, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি। শেষশেষ সেই গরম খবরেও বরফ শীতল পানি ঢেলে দিলেন আনুশকার ম্যানেজার।

হিন্দুস্থান টাইমস এর খবর বলছে, আলোচিত এ দুই তারকার বিয়ের খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন আনুশকার ম্যানেজার। ডিসেম্বরে আনুশকার বিয়ের কোনো পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন তিনি। বিয়ে সম্পর্কে যে খবর বেরিয়েছে তার কোনো কোনো সত্যতা নেই বলেও জানান তিনি।

ডিসেম্বরে শ্রীলংকা সফরে যাচ্ছে ভারতের ক্রিকেট দল। সফরে দলে থাকছেন না বিরাট। ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন তিনি। এর পর থেকেই গুজব রটে, আনুশকার সঙ্গে বিয়ের জন্যই ডিসেম্বরে ছুটি চেয়েছেন কোহলি।

Leave a Reply

Top