You are here
Home > সারা বাংলা > জেলার খবর > কোনাবাড়ি থানা ছাত্রলীগ নেতা সোলায়মান এর মহতি উদ্যোগ।

কোনাবাড়ি থানা ছাত্রলীগ নেতা সোলায়মান এর মহতি উদ্যোগ।

গাজীপুর প্রতিনিধিঃ

কোনাবাড়ি থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোলায়মান হোসেন এর মহতি উদ্যোগ। মানবতার দেয়াল ছাত্রলীগের, প্রতিপাদ্য বিষয় হলো মানুষ মানুষের জন্য কি একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। অর্থাৎ ধনী গরিব এর ভেদাভেদ ভুলে থাকার জন্য এই আয়োজনটি করেছেন এই ছাত্রলীগ নেতা। আপনার অপ্রয়োজনীয় জিনিসটি হতে পারে অন্য কারো প্রয়োজন। সোজা কথায়,আপনার অপ্রজনীয় জিনিসটি এখানে রেখে যান, অারেক পাশে লিখা,আপনার প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে নিয়ে যান। ইতিমধ্যে এটি কোনাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে সোলায়মান বলেন, সমাজের অনেক বিত্তবানের বাসায় অপ্রজনীয় জামা কাপড় পড়ে থাকে,তারা মানবতার দেয়ালে রেখে গেলে এবং সমাজের  নিম্নশ্রেণীর মানুষগুলো তা এখান থেকে নিয়ে যাবে। এতে করে সকলেই ভুক্তভোগী হয়,এবং সমাজের স্বল্প আয়ের মানুষগুলো জামাকাপড় পড়ার সুযোগ পাবে। সোলায়মান আরো বলেন,কোনাবাড়ি ছাত্রলীগ থেকে শিখে যেন  আশা করবো সবাই শিখে।

Leave a Reply

Top