
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা :
গাজীপুরের শ্রীপুর থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ২সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ও মো.আকরাম হোসেনের বাড়ি জেলার যোগিরছিট এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে আগামীকালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বিভিন্ন সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।