You are here
Home > প্রচ্ছদ > কুমিল্লায় বুদ্ধ পূর্ণিমা উদযাপনে মৈত্রী শোভাযাত্রা

কুমিল্লায় বুদ্ধ পূর্ণিমা উদযাপনে মৈত্রী শোভাযাত্রা

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মৈত্রী শোভাযাত্রা, আলোচনা সভা ও ফানুস উড়িয়ে দিবসটি উদযাপন করেছে।

বুধবার বিকেলে নগরীর কান্দিরপাড় টাউন হলে বিভিন্ন উপজেলা থেকে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মিলিত হয়। এরপর টাউনহল থেকে মৈত্রী শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে আবার টাউনহলে মিলিত হয়। বুদ্ধ পূর্ণিমা পরিষদ আয়োজিত মৈত্রী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি শাহ মোঃ আলমগীর খান, জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের পরিষদের সভাপতি চন্দন রায় ও বুদ্ধ পূর্ণিমা পরিষদের সাধারণ সম্পাদক জুতি সিংহ খোকন প্রমুখ।
মৈত্রী শোভাযাত্রা শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক জাহাংগীর আলম বলেন, সব ধর্মই শান্তির ধর্ম। আমরা সবাই শান্তিতে বাঁচতে চাই। শান্তির দেশ গড়তে চাই। আসুন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সর্ব ধর্মাবলম্বীরা একতাবদ্ধ হয়ে দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদীদের বিতাড়িত করে একটি সুন্দর ও সুখী দেশ গঠন করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাধন মৃত সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

Leave a Reply

Top