You are here
Home > সারা বাংলা > জেলার খবর > কালিগঞ্জের অবৈধ দোকান উচ্ছেদ।

কালিগঞ্জের অবৈধ দোকান উচ্ছেদ।

মোঃ বোরহান উদ্দীন সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাসুম এর উপস্থিতিতে ২৫ আগষ্ট শুক্রবার সকাল ৯ টায় কালিগঞ্জের নাজিমগঞ্জ মোকামের কাকশিয়ালী নদীর খেয়াঘাটের পার্শ্বে অবৈধ ভাবে নিয়মিত ৫ টি পাকা দোকান ঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছে। এ সময় ভূমি অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন ও মুরাদ হোসেন সহ সংঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। নাজিগঞ্জের খেয়া ঘাটের পার্শ্বে খাস জমিতে স্থানীয় কতিপয় ব্যাক্তি অবৈধ ভাবে পাকা ঘর নির্মান কাজ শুরু করলে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ঘর করতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে ঘর নির্মানের কার্যক্রম চালালে শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাসুম এর নির্দেশে ১০ জন শ্রমিক দিয়ে পাকা ঘর ভেঙে এবং টিনের চাল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা ঘর গুলি হলো শিতলপুর গ্রামের মৃত আহম্মাদ মোড়লের পুত্র আমজেদ আলীর, মৃত কিনু মোড়লের পুত্র ইশার আলীর, গণপতি গ্রামের আব্দুর রউফের পুত্র নূর আলোমের , বসন্তপুর গ্রামের রহমাতুল্লার পুত্র আব্দুর রহমানের , শীতলপুর গ্রামের হামিদ এর পুত্র শাহাজন আলীর ঘর। এছাড়া বসন্তপুর ভূমি অফিসের সহকারী নায়েব ফয়েজের সহযোগীতায় তার শ্যালক সারাফাত নাজিমগঞ্জ মোকামের মধ্যে পাকা ঘর নির্মানের পিলার স্থাপন করলে তাদের ঘরের পিলার ভেঙে দেওয়া হয়। এ সময় নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবির কাজল সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন যাবৎ উপজেলার নাজিমগঞ্জ মোকামে সরকারের খাস জমিতে অবৈধ ভাবে বিভিন্ন ব্যাক্তি দোকান ঘর নির্মান করে ব্যবসা করে আসছে। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) এর শক্ত অবস্থানের কারণে অবৈধ দখলদাররা বেকায়দায় পড়েছে।

Leave a Reply

Top